Mon Metechhe Mon Mon Moyurir (মন মেতেছে মন-ময়ূরীর কি খেলায়)

2017-02-26 05:24 73.4K

ছায়াছবি : পিকনিক (১৯৭২) কাহিনী: রমাপদ চৌধুরী শিল্পী : আশা ভোঁসলে সুরকার: সুধীন দাশগুপ্ত গীতিকার: সুধীন দাশগুপ্ত বাংলা গানের জগতে হাতে গোনা যে গুটিকয় সুরকার সার্থকভাবে পাশ্চাত্য সংগীতের সাথে আধুনিক বাংলা সুরের আত্মিক সমন্বয় ঘটাতে পেরেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সুধীন দাশগুপ্ত। একের পর এক চমৎকার, রোম্যান্টিক গান সৃষ্টি করে তিনি সত্তর দশকের বাংলা আধুনিক ও ছায়াছবির জগতে ঝড় তুলে দিয়েছিলেন। কোনো এক অজ্ঞাত কারণে হেমন্ত মুখোপাধ্যায় তাঁর পছন্দের গায়কদের লিস্টে ছিলেন না। গীতিকার হিসাবে গৌরীপ্রসন্ন মজুমদারের থেকে পুলক বন্দোপাধ্যায়কে তিনি অনেক বেশি পছন্দ করতেন। সে জন্যে সুধীনবাবুর সুরের গানগুলির বেশীরভাগই লিখেছিলেন পুলক বন্দোপাধ্যায়। অবশ্য তিনি নিজেও এক আসাধারন গীতিকার ছিলেন। স্প্যানিশ গীটারের ঝংকার তুলে তুলে যে অসাধারণ সৰ সুরের সৃষ্টি তিনি করতেন, সেই সুরের একটি 'নোট'-ও তিনি এদিক ওদিক করতে দিতেন না। যে ওজনে তিনি সুর দিতেন, সেই ওজনে গানের কথা লিখতে হতো - সুরের সাথে কোনও রকম কম্প্রোমাইজের ঘোর বিরোধী ছিলেন তিনি।

Download Here